ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৯:২৫ এএম
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভুটানের প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান এবং তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। ছবি- সংগৃহীত

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার বিমান অবতরণ করে।

বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভুটানের প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান এবং তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মো. আসাদ আলম সিয়াম জানান, গার্ড অব অনার গ্রহণের পর শেরিং তোবগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। একই দিনে পররাষ্ট্র উপদেষ্টা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠকে অংশ নেবেন। পরবর্তীতে দু’দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, জ্বালানি ও বিদ্যুৎ, টেলিযোগাযোগ, পর্যটন, সংস্কৃতি, যুব ও ক্রীড়া এবং শিল্পসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে।

সফরকালে শেরিং তোবগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। আগামী সোমবার সকালে তিনি থিম্পুর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।