ঢাকা বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫

কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত ৮২০ পরিবারকে অর্থ সহায়তা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০২:৫৮ এএম
কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ৮২০টি পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিয়েছে গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ সোসাইটি। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) মসজিদ প্রাঙ্গণে এ সহায়তা বিতরণ করা হয়।

জানা গেছে, প্রত্যেক পরিবারকে নগদ তিন হাজার টাকা এবং খাদ্য সামগ্রী প্রদান করা হয়। 

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আছান উল্লাহ। উদ্বোধনী বক্তব্য দেন সোসাইটির কোষাধ্যক্ষ কাজী জুন্নুন বসরী। স্বাগত বক্তব্যে সেক্রেটারি আবু ছালেহ চৌধুরী বস্তিবাসীর দুর্যোগকালীন সহায়তায় মসজিদের ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর (অব.) এ. মতিন চৌধুরী। তিনি মসজিদভিত্তিক যাকাত ও দুর্যোগ সহায়তা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। 

কমিটির নেতারা জানান, ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

শেষে হাফেজ মাওলানা আ. রহিম দোয়া পরিচালনা করেন।