ঢাকা বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫

রাজধানীতে শীতের আমেজ, তাপমাত্রা নামল আরও নিচে

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০৮:০৯ এএম
ছবি : সংগৃহীত

দেশের অন্য প্রান্তের মতো রাজধানী ঢাকাতেও বাড়ছে শীতের অনুভূতি। 

বুধবার (৩ ডিসেম্বর) সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, দিনের শুরুতে আকাশ আংশিক মেঘলা থাকলেও সামগ্রিক আবহাওয়া থাকবে শুষ্ক।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৬২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৭ মিনিটে।

মঙ্গলবার রাতে সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশেই আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে দেশের উত্তর–পূর্বাঞ্চলের কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।