সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে মোশারফ হোসেন নামে এক ঠিকাদারকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাকে ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের মাটিয়া মালিয়াপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাটিয়া মালিয়াপাড়া গ্রামের কৃষিজমি লিজ নিয়ে ঠিকাদার মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে অবৈধভাবে পুকুর খনন করে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে খননকাজ বন্ধ করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন।
ইউএনও নুসরাত জাহান জানান, কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পরিবেশ ও কৃষি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


