ঢাকা বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫

রাজধানীতে সেনাবাহিনীর বিশেষ অভিযান, আটক ১১

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ১১:৪৩ এএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

রাজধানীর মাতুয়াইলে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সোমবার (১ ডিসেম্বর) রাতে মাতুয়াইলের বসতবাড়ি এলাকায় কিশোর গ্যাংয়ের আস্তানায় বিশেষ এই অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনী জানিয়েছে, গোপন তথ্যে সোমবার রাত সাড়ে ৭টা থেকে রাত প্রায় ১০টা পর্যন্ত নবম পদাতিক ডিভিশনের অধীনস্থ ৭১ মেকানাইজড ব্রিগেডের ১৫ ইবির একটি আভিযানিক দল রাজধানীর মাতুয়াইলে এক অভিযান চালায়। অভিযানে কিশোর গ্যাংয়ের ১১ জন সদস্যকে আটকের পাশাপাশি তাদের কাছ থেকে ১১টি ধারালো দেশীয় অস্ত্র ছাড়াও ৫০০ গ্রাম গাঁজা ও প্রায় ১০ হাজার টাকা জব্দ করা হয়।

তবে প্রাথমিকভাবে আটকদের নাম-পরিচয় জানানো হয়নি। 

এ ঘটনায় জব্দকৃত অস্ত্র ও অন্যান্য আলামতসহ আটকদের ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।