ঢাকা বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫

১০ম গ্রেড বাস্তবায়নে কর্মবিরতি

দাবি না মানলে কমপ্লিট শাটডাউন ঘোষণা টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ১১:৫১ এএম
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে সরকারি হাসপাতালের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। ছবি - সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশের সরকারি হাসপাতালে বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এর আগেও ৩০ নভেম্বর তারা দুই ঘণ্টা কর্মবিরতি করেছিলেন।

কর্মসূচির সময় তারা ঢাকা মেডিকেলের বহির্বিভাগে সমবেত হন। আন্দোলনের নেতৃত্বে থাকা নেতারা জানান, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন।

নেতাদের দাবি, সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ে বারবার ফাইল উপস্থাপন করা হয়েছে। তবুও নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন, দাপ্তরিক চিঠি, জনপ্রশাসন বিধি অনুযায়ী সব প্রয়োজনীয়তা পূরণের পরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা এবং বিভিন্ন কারণে মন্ত্রণালয় সময়ক্ষেপণ ও জটিলতা সৃষ্টি করছে।

নেতারা আরও জানান, এরই মধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা কৃষিবিদদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। তাদের দাবি মেনে না নেওয়া হলে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে পুরো হসপিটালকে কমপ্লিট শাটডাউন করা হবে।

তবে জরুরি সেবা বিভাগ এই কর্মবিরতির আওতার বাইরে থাকবে। কর্মবিরতির কারণে হাসপাতালে আগত রোগীরা অনেকটা দুর্ভোগে পড়েছেন এবং দিনের বেলায় এই ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।