স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন হবে ভিন্ন মাত্রার। স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের বিকল্প নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বুধবার (০৩ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘বিগত দেড় দশকে দেশের নির্বাচন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটাকে আমরা পুনরায় মেরামতের চেষ্টা করছি। তবে এ কাজ এককভাবে কমিশনের পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়। জাতির স্বার্থে ভালো নির্বাচন হতেই হবে। সেক্ষেত্রে সবাইকে নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করতে হবে।’
তিনি বলেন, ভুয়া সাংবাদিকরা যেন কোথাও কার্ড নিয়ে যেতে না পারে তাই আমরা কিউআর কোড ব্যবস্থা রাখছি।’
সম্প্রতি অনুষ্ঠিত হওয়া মক ভোটিংয়ের ফলের তথ্য তুলে ধরে এই নির্বাচন কমিশনার বলেন, ‘সংসদ নির্বাচন এবং গণভোট এই দুটির জন্য একজন ভোটার কেন্দ্রে প্রবেশ করা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত সর্বোচ্চ ৭ মিনিট এবং সর্বনিম্ন সাড়ে ৩ মিনিট সময় লেগেছে। সবমিলিয়ে ভোটকক্ষের সংখ্যা কতটুকু বাড়ানো হতে পারে সে বিষয়ে সিদ্ধান্ত নিবে কমিশন।’


