ঢাকা বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫

তরুণদের মোবাইল আসক্তি কমাচ্ছে শীতের ব্যাডমিন্টন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ১১:৫১ এএম
শীত এলেই বাড়ির আঙিনা বা অন্য কোথাও জমে ওঠে ব্যাডমিন্টন খেলার ধুম। ছবি: রূপালী বাংলাদেশ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় শীত পড়তেই পাড়া-মহল্লায় শুরু হয়েছে ব্যাডমিন্টন খেলার ধুম। কোর্ট থেকে ভেসে আসে ‘থার্টিন হোপ’, ‘ফোরটিন লাস্ট’ চিৎকার। পাশে অপেক্ষমাণ খেলোয়াড় ও দাঁড়িয়ে থাকা দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা দেখা যায়।

শীত এলেই বাড়ির আঙিনা বা অন্য কোথাও জমে ওঠে এই মৌসুমি খেলা। ছেলে-বুড়ো, তরুণ-তরুণী-সবার কাছেই সমান জনপ্রিয় এই ব্যাডমিন্টন। তাই সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে হাতে র‍্যাকেট নিয়ে মাঠে হাজির হন অফিসফেরত কর্মজীবী মানুষ এবং স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। তাদের হইহুল্লোড়ে মুখর থাকে পুরো এলাকা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে দেখা যায়, শিশু-কিশোর ও যুবকেরা ব্যাডমিন্টন খেলায় মেতে উঠেছে। এক দলে খেলা শেষ হতেই সঙ্গে সঙ্গে আসে আরেক দল খেলার জন্য। সন্ধ্যার পরপরই খেলোয়াড়দের পদচারণায় জমে ওঠে মাঠ।

শীতের মৌসুমে পাড়ায়-পাড়ায় ব্যাডমিন্টন কোর্টগুলোই প্রমাণ করে, খেলাটির প্রতি তরুণদের আগ্রহ কম নয়। উপজেলার যুবসমাজ থেকে শুরু করে বিভিন্ন বয়সী ছেলেরা সন্ধ্যার পর থেকেই খেলে। শুধু খেলোয়াড়রাই নয়, খেলা দেখে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন অনেকে। আর এ খেলার মাধ্যমেই মোবাইল আসক্তি কমছে তরুণদের।

সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠের পাশে দাঁড়িয়ে থাকা দর্শক শেখ শফিউল্লাহ কাওছার বলেন, প্রতিদিন সন্ধ্যায় চৌবাড়ীয়া মাষ্টারপাড়া এলাকা থেকে এখানে খেলা দেখতে আসি। ব্যাডমিন্টন আমার একটি প্রিয় খেলা। খেলা দেখতে এসেও অনেক তৃপ্তি পাই।

ভাঙ্গুড়া উপজেলার প্রবীণ ব্যাডমিন্টন খেলোয়াড় মামুন হোসেন বলেন, ব্যাডমিন্টন আমার সবচেয়ে প্রিয় খেলা। প্রতিবারের মতো এবারও আমরা খেলা শুরু করেছি। সন্ধ্যা হলেই এখানে খেলতে আসি। নিজেকে সুস্থ ও ভালো রাখার জন্য খেলাধুলা অত্যাবশ্যক। শিশুদের মোবাইল ফোন আসক্তি থেকে বাঁচাতে অভিভাবকদের উচিত তাদের খেলাধুলায় উৎসাহ দেওয়া।

চলনবিল সাহিত্য সংসদের সভাপতি ও পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান সবুজ বলেন, খেলাধুলা সমাজের তরুণদের মাদকমুক্ত রাখতে সবচেয়ে কার্যকরী ওষুধ। শিশু-কিশোরদের স্বাস্থ্য গঠনে খেলাধুলা কতটা প্রয়োজন তা আলাদা করে বলা প্রয়োজন নেই।

পরিবারের মা-বাবা সন্তানদের প্রথম শিক্ষক। তারা মোবাইল ব্যবহারে সতর্ক থাকলে সন্তানরাও শিখবে। শীতে ব্যাডমিন্টন খেলার মাধ্যমে ভাঙ্গুড়ায় মোবাইল ফোন আসক্তি অনেকটাই কমেছে।