আজ ৩ ডিসেম্বর। পাকিস্তানি হানাদার মুক্ত দিবস। বাঙালির ঐক্য ও দৃঢ়তার কাছে ১৯৭১ সালের আজকের এই দিনে ঠাকুরগাঁও থেকে পালাতে বাধ্য হয় পাক বাহিনীরা। সেই দিন থেকে প্রতিবছরের ৩ ডিসেম্বর মহান সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
দিবসটি পালনে আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টায় ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে অবস্থিত শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।
মহান শহীদদের স্মরণে এ সময় শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন, উপজেলা প্রশাসন, জেলা বিএনপি, ঠাকুরগাঁও প্রেসক্লাবসহ সরকারি বেসরকারি দপ্তর ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়াও দিবসটি পালনে রয়েছে আলোচনা সভা ও ঠাকুরগাঁও হানাদার মুক্ত হওয়ার গল্প।


