৪ দিন পর অবশেষে নীলফামারী থেকে রংপুর রুটে বাস চলাচল পুনরায় শুরু হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ফলপ্রসু আলোচনার পর মঙ্গলবার রাত থেকে বাস চলাচল শুরু হয়েছে।
জানা যায়, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির দপ্তর সম্পাদক সফিকুল ইসলামের সঙ্গে লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির কয়েকজন নেতাকর্মী তাকে মারধর করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করেন এবং পরে বিষয়টি জেলা শ্রমিক ইউনিয়নের নেতাদের জানানো হয়।
এ ঘটনার সঠিক বিচার না হওয়া পর্যন্ত রংপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির অধীনে চলাচলকারী সব বাস বন্ধের সিদ্ধান্ত নেয় নীলফামারী জেলা শ্রমিক ইউনিয়ন। ফলে গত ২৯ নভেম্বর সন্ধ্যা থেকেই রংপুর থেকে সৈয়দপুর, নীলফামারী ও জলঢাকা রুটে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির আওতাভুক্ত সব বাস চলাচল বন্ধ করেন। তবে ঢাকাগামী ও অন্য জেলা সমিতির বাস চলাচল স্বাভাবিক থাকে।
চারদিন বন্ধ থাকার পর এ রুটে বাস চলাচল হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।


