ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৯:০১ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৬ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স।

মঙ্গলবার (২ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে বিপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়েছে।

উদ্বোধনী দিনে মাঠে গড়াবে দুটি উত্তেজনাপূর্ণ ম্যাচ। দুপুর ২টায় খেলা হবে সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স, আর সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেস।

বিপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। ফাইনালের জন্য আছে রিজার্ভ ডে। ২৪ জানুয়ারি রিজার্ভ ডে থাকছে।

দেখে নিন পূর্ণাঙ্গ সূচি—