ঢাকা সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫

দ্বিতীয় বিয়ে করেছেন সামান্থা, পাত্র কে?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০৭:৫৫ পিএম
নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে সামান্থা। ছবি- সংগৃহীত

বেশ কয়েক মাস হল নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে প্রেমের গুঞ্জনে আলোচনায় ছিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এবার সেই খবরে সিলমোহর দিলেন সামান্থা নিজেই। সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী নিজেই বিয়ের খবর দিয়েছেন। বলেছেন, দ্বিতীয় বিয়ে সেরে ফেলেছেন তিনি।

এ ছাড়া হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়াডটকমসহ একাধিক ভারতীয় গণমাধ্যম দুই তারকার ঘনিষ্ঠজনের উদ্ধৃতি দিয়ে তাদের বিয়ের খবর প্রকাশ করেছে। তাতে বলা হয়, সামান্থা ও রাজ একেবারেই ঘরোয়াভাবে বিয়ে সেরেছেন। তাদের বিয়েতে নাকি উপস্থিত ছিলেন মাত্র ৩০ জন অতিথি। মন্দিরের নিয়ম অনুসারেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

বিয়েতে লাল শাড়ি পরেছিলেন সামান্থা, যা মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ ও ঐতিহ্যবাহী রীতির সঙ্গে মিল রেখেই বেছে নেওয়া হয়েছিল।

রোববার (৩০ নভেম্বর) রাত থেকে সামান্থার বিয়ের গুঞ্জন আরও জোরালো হয় রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলীদের ইনস্টাগ্রামে রহস্যময় স্টোরি। সেখানে তিনি লিখেন, ‘অত্যধিক মরিয়া মানুষ মরিয়া কাজই করে।’ নেটিজেনরা তার এই পোস্ট জুড়ে দেন সামান্থা ও রাজের বিয়ের সঙ্গে।

২০২৪ সালের শুরু থেকেই সামান্থা ও রাজের সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা যায়। গত কয়েক মাসে তাদের একাধিকবার একসঙ্গে দেখাও গেছে। এমনকি সামান্থা তার সোশ্যাল মিডিয়া পোস্টেও রাজকে নিয়ে বেশ কিছু মুহূর্ত শেয়ার করেছেন।

২০১৭ সালে গোয়ায় দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়। চার বছর পর গেল বছর শোভিতাকে বিয়ে করেন নাগা চৈতন্য। প্রাক্তন স্বামীর বিয়ের পর দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগেছেন অভিনেত্রী। এরপর চলতি বছরের শুরু থেকে রাজের সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে। অবশেষে অতীত ভুলে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন সামান্থা।