ঢাকা সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫

সাংবাদিকদের ওপর চটলেন জয়া বচ্চন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ১০:৫৫ এএম
জয়া বচ্চন। ছবি- সংগৃহীত

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়া বচ্চন সম্প্রতি প্রকাশ্যে জানালেন, তিনি পাপারাৎজি এবং অনুপ্রশিক্ষিত সাংবাদিকদের আচরণ সহ্য করতে পারেন না।

প্রায়ই শোনা যায়, ছবি শিকারিদের ওপর চড়াও হন জয়া বচ্চন। এবার মাত্রা আরও বাড়ল, সঙ্গে সাংবাদিকদের পেশাদারিত্ব নিয়েও জোর গলায় প্রশ্ন তুললেন।

জয়া বলেন, এরা মিডিয়া? আমি একজন সাংবাদিকের মেয়ে, তাই ভালো করে জানি সাংবাদিক কাকে বলে। নোংরা পোশাক পরে চলে আসে, হাতে চারটি ফোন নিয়ে উদ্ভট সব প্রশ্ন করে। এদের কী করে সাংবাদিক বলা যায়?

সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে দেখা যায়, জয়া রেগে গিয়ে কাউকে প্রকাশ্যে ধমকান বা শিক্ষা দিচ্ছেন।

তিনি বারবার মনে করিয়ে দেন, অনুমতি না নিয়ে কারো ছবি তোলা উচিত নয়। তবে বর্তমান সময়ের পাপারাৎজি সংস্কৃতি এ নিয়মকে উপেক্ষা করে চলেছে। অনেক সময় অভিনেতারা বাড়িতে কী করছেন, সেটাও গোপন নয় বলে গাছের আড়ালে ক্যামেরা তাকিয়ে ফ্রেমবন্দি করা হয়।

সম্প্রতি এ ধরনের ঘটনা নিয়ে রেগে গিয়েছিলেন অভিনেত্রী আলিয়া ভাটও। রণবীর কাপুর এবং আলিয়ার নতুন বাড়ির ভিডিও ছড়িয়ে পড়ায় তিনি ক্ষুব্ধ হয়েছিলেন।

উল্লেখ্য, জয়ার বাবা তরুণ কুমার ভাদুড়ী ছিলেন সাংবাদিক ও সাহিত্যিক। সাংবাদিক পরিবারের মেয়ে হিসেবে জয়া কখনো এই ধরনের পাপারাৎজি সংস্কৃতিকে মেনে নিতে পারেন না এবং প্রকাশ্যে বিরক্তি প্রকাশ করেন।