ঢাকা সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫

ঢাকায় শীতের আমেজ, তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০৯:৫৩ এএম
রাজধানীর। ছবি - সংগৃহীত

ডিসেম্বরের প্রথম সকালেই ঢাকায় অনুভূত হয়েছে হালকা শীতের ছোঁয়া। সোমবার (১ ডিসেম্বর) ভোরে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে।

সকাল ৭টা থেকে প্রকাশিত ৬ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে, আর কাল সূর্যোদয় ভোর ৬টা ২৫ মিনিটে।

এদিকে সারা দেশের আবহাওয়ার সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশেই আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।