ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ সাদ্দাম মিয়া হত্যা মামলার প্রধান আসামি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও আরেক আসামি বাবুলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে র্যাব ৯ ও র্যাব-৩ এর যৌথ অভিযানে ঢাকার বাসাবো এলাকা থেকে তাদের আটক করা হয়।
এর আগে ২৭ নভেম্বর, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ায় সন্ত্রাসীদের গুলিতে মোস্তফা কামাল মস্তুর ছেলে মোহাম্মদ সাদ্দাম মিয়া নিহত হন। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরদিন নিহতের লাশ নিয়ে থানা ঘেরাও করেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।
ঘটনার পর সাদ্দামের পরিবার ও স্থানীয়রা দেলোয়ার হোসেন দিলীপকে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেন। মামলার এজাহারে তার নাম সর্বপ্রথম উল্লেখ করা হয়। এ ছাড়া বাবুলসহ মোট ৭ জনকে আসামি করা হয়।
র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী জানান, হত্যাকাণ্ডের পর দিলীপ গা ঢাকা দিয়েছিল। সে ঢাকার বাসাবো এলাকার একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়।


