ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস এবং তার স্ত্রী আফরিন তাপসের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৩০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়, মেয়র ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে শেখ ফজলে নূর তাপস ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭৩ কোটি ১৯ লাখ টাকার সম্পদ অর্জন করেন।
এছাড়া, তার নামে ২৭টি ব্যাংক হিসাবে ৫৩৯ কোটি ১৬ লাখ টাকা এবং ৫ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ হস্তান্তর ও স্থানান্তরের অভিযোগও আনা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
অন্যদিকে, আফরিন তাপসের বিরুদ্ধে আবেদনে উল্লেখ করা হয়, স্বামী শেখ ফজলে নূর তাপসের সঙ্গে যোগসাজশে তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৪০ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন।
পাশাপাশি তার ৯টি ব্যাংক হিসাবে ৭০ কোটি ৮৯ লাখ টাকা ও ৩ লাখ ৯৫ হাজার ৯৬৩ মার্কিন ডলারের অস্বাভাবিক লেনদেন পাওয়া গেছে। এসব অভিযোগে তাদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে এবং তদন্ত চলছে।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুদক তাপস দম্পতির শুরু থেকে সর্বশেষ পর্যন্ত সব ধরনের আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দের আবেদন করে, যা আদালত মঞ্জুর করেন।

