ঢাকা সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫

তুচ্ছ ঘটনায় সালিশি বৈঠকে গুলি, কৃষক নিহত

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০৬:০৫ এএম
মর্গের সামনে কান্নায় ভেঙে পড়েছেন নিহতের স্ত্রী শফিকা বেগম

কৃষিজমিতে ছাগলের ধান খাওয়া নিয়ে বিরোধের জেরে সালিশি বৈঠকে এক কৃষককে প্রকাশ্যে গুলি করে প্রতিপক্ষ। এ ঘটনায় কৃষক মোহাম্মদ শরীফ (৪৫) সদর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

রোববার (৩০ নভেম্বর) কক্সবাজার সদর পিএমখালী ইউনিয়নের নয়াপাড়ায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বিকেল ৫টার দিকে সালিশ চলাকালে হঠাৎ বাকবিতণ্ডা তীব্র হলে প্রতিপক্ষের একজন গুলি ছোড়ে। এতে শরীফ পায়ে গুলিবিদ্ধ হন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

নিহতের পরিবার বলছে, প্রতিবেশী সাবেকুন নাহারের পোষা ছাগল গত মঙ্গলবার শরীফের ধানের জমিতে ঢুকে ফসল নষ্ট করে। এই ঘটনা মীমাংসার জন্য পাঁচ দিন পর আয়োজন করা হয় সালিশ। বৈঠকের শুরুতেই তুমুল উত্তেজনা দেখা দিলে সাবেকুন নাহারের সঙ্গে থাকা স্থানীয় ডাকাত আব্দুল করিম শরীফকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি করে পালিয়ে যায়।

হাসপাতালের মর্গের সামনে কান্নায় ভেঙে পড়া শফিকা বেগম বলেন, ছাগল নিয়ে সামান্য কথা কাটাকাটি থেকে আমার স্বামীকে মেরে ফেলল। আমি এর বিচার চাই।

ছেলেও দাবি করেন, পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার বাবা।

ঘটনার পর হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন সদ্য দায়িত্ব নেওয়া পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস খান বলেন, খেতে ছাগল ঢুকে ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারকে মরদেহ হস্তান্তর করা হবে।