ঢাকা সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫

সিলেটে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০৬:২৩ এএম

সিলেট শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

জানা গেছে, ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের কাজ চলবে। 

রোববার (৩০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার (১ ডিসেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের লাইন বন্ধ থাকবে। ফলে উপশহর ডি ব্লক মেইন রোড, ই-ব্লক পয়েন্টসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

বিউবোর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ আগাম চালু করা হবে।

সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী জানান, গ্রাহকদের সহযোগিতায় উন্নত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।