সিলেটের কানাইঘাটে রাস্তা থেকে তুলে নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দনা সীমান্তের রাতাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক সাইফুল ইসলাম (২০) স্থানীয় মৃত ছলু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে সাইফুলকে মোটরসাইকেলে তুলে নেয় স্থানীয় শাকিল আহমদ ও সুমন আহমদ। এরপর তাকে বাড়িতে বেঁধে রেখে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয়।
রাত ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, পূর্ব বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। কারা কী কারণে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, সন্ধ্যার দিকে শাকিল আহমদ ও সুমন আহমদ নামের দুই তরুণ মোটরসাইকেলে করে সাইফুলকে তুলে নিয়ে যায়। পরে তারা তাকে বেঁধে রেখে মারধর করেন এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান।
জানা গেছে, সাইফুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও কাটাছেঁড়ার চিহ্ন আছে। ঘটনাস্থল থেকে স্বজন ও স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসকরা সাইফুলকে মৃত ঘোষণা করেন।

