নোয়াখালী জেলায় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম চাটখিল উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
রোববার (৩০ নভেম্বর) সকালে চাটখিল উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন, চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহমেদ, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল, আনসার ও ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান।
আরও বক্তব্য রাখেন চাটখিল পৌর বিএনপির আহ্বায়ক, সাবেক মেয়র মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছ আহমেদ হানিফ, সাবেক ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার মুনা, বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল ইসলাম ফারুক, জেএসডির কেন্দ্রীয় নেতা সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান প্রমুখ।
সভায় চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, সাংবাদিক মো. বেল্লাল হোসাইন নাঈম, সিরাজুল ইসলাম হাসান, আনোয়ারুল আজিমসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিগত বন্যায় চাটখিল উপজেলায় বিভিন্ন রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল, চাটখিল থানার কাঠামোগত ও যানবাহন সংক্রান্ত বিভিন্ন সমস্যা নবাগত জেলা প্রশাসকের সামনে তুলে ধরা হয়।
জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম তার বক্তব্যে চাটখিলে বিরাজমান বিভিন্ন সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
-20251201062313.webp)

