ঢাকা সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫

জাককানইবিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণী

জাককানইবি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০৮:৩২ এএম
ম্যাচ শেষে চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম। ছবি- রূপালী বাংলাদেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আন্তঃবিভাগ (ছাত্র) ও আন্তঃঅনুষদ (ছাত্রী) মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং ম্যাচ শেষে চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম।

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যার পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান।

আন্তঃবিভাগ (ছাত্র) এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় হিউম্যান রিসোর্চ ম্যানেজমেন্ট (এইচআরএম) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং( সিএসই) বিভাগের মধ্যে। খেলায় চ্যাম্পিয়ন হয় এইচআরএম বিভাগ। আন্তঃঅনুষদ (ছাত্রী) এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় কলা অনুষদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের মধ্যে, এই খেলায় চ্যাম্পিয়ন হয় কলা অনুষদ। উভয় খেলা পেনাল্টি পর্যন্ত গড়ায়।