চিত্রশিল্পী, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও নাট্যনির্মাতা মো. নাজমুল হক বাপ্পীর উদ্যোগে এবং তার প্রতিষ্ঠিত সংগঠন আর্ট ভেঞ্চার–এর ব্যানারে গতকাল রোববার (৩০ নভেম্বর) থেকে ইতালির শিল্পসমৃদ্ধ শহর ফ্লোরেন্সের খ্যাতনামা টোবিয়ান আর্ট গ্যালারিতে চলছে আন্তর্জাতিক গ্রুপ আর্ট প্রদর্শনী Whispers of Color–2। প্রদর্শনীটি চলবে আজ সোমবার (১ ডিসেম্বর) সারাদিনব্যাপী।
এই প্রদর্শনীতে বাংলাদেশের সিনিয়র চিত্রশিল্পী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ফাইন আর্টস বিভাগের মেধাবী শিক্ষার্থী এবং উদীয়মান শৌখিন শিল্পীরা অংশগ্রহণ করছেন। তাদের সম্মিলিত উপস্থিতি বাংলাদেশের চারুকলার বৈচিত্র্য, সৃজনশীল শক্তি ও নান্দনিক পরিচয়কে বৈশ্বিক শিল্পমঞ্চে আরও উজ্জ্বলভাবে উপস্থাপন করবে বলে আশা করা হচ্ছে।
প্রদর্শনী–পরবর্তী সময়ে বাংলাদেশে আয়োজিত এক বিশেষ সমাবেশে অংশগ্রহণকারী সকল শিল্পীকে ক্যাটালগ ও সনদপত্র প্রদান করা হবে। একই সঙ্গে আর্ট ভেঞ্চারের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে চারটি বিশেষ পুরস্কার প্রদান করা হবে।
গত বছরও শিল্পী মো. নাজমুল হক বাপ্পী সফলভাবে Whispers of Color শীর্ষক প্রথম গ্রুপ প্রদর্শনীর আয়োজন করেছিলেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি শিল্পীদের শিল্পকর্মকে পরিচিত করে তোলা, শিল্পচর্চার নতুন সুযোগ সৃষ্টি করা এবং দেশের চারুকলা অঙ্গনকে আরও বিস্তৃত পরিসরে দৃশ্যমান করে তোলাই তার নিরবচ্ছিন্ন প্রচেষ্টা।

