ঢাকা সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫

‘আমি শতভাগ নয়, ১২০ শতাংশ দিতে চাই’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০১:৫৪ পিএম
বিরাট কোহলি। ছবি- সংগৃহীত

১৭ বছরের বেশি আন্তর্জাতিক ক্যারিয়ার, ৩০০’র বেশি ওয়ানডে খেলা—সব অভিজ্ঞতা থাকার পরও প্রস্তুতিতে কোনো ঢিল নেই বিরাট কোহলির। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের আগে তিনি আগেভাগেই রাঁচিতে পৌঁছান। লক্ষ্য একটাই—কন্ডিশন বোঝা, কয়েক দফা ব্যাটিং অনুশীলন করা এবং নিজের সেরাটা দিতে প্রস্তুত থাকা।

ম্যাচ শেষে কোহলির সেই প্রস্তুতির ফলই চোখে পড়ে। ওয়ানডে ক্যারিয়ারের ৫২তম শতক হাঁকিয়ে তিনি ভারতের জয়ে বড় ভূমিকা রাখেন। তার ১৩৫ রানের ইনিংসে ভর করে ভারত পায় ৩৪৯ রান, জবাবে দক্ষিণ আফ্রিকা থামে ১৭ রান কমে।

প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার নেওয়ার পর কোহলি বলেন, আমি যেখানে যাই, শতভাগ নয়—১২০ শতাংশ দিতে চাই। তাই আগেই এসে অনুশীলন করেছি। আমি এখন ৩৭—শরীরকেও সময় দিতে হয়, আবার মানসিক প্রস্তুতিও জরুরি।

তিনি আরও বলেন, আমি খেলাটা অনেক আগে থেকেই মাথায় খেলে ফেলি। নিজের মধ্যে যদি দেখি আমি আগ্রাসী, সতর্ক আর উপভোগ করছি—তাহলে জানি সব ঠিক আছে।

ম্যাচে জয়সওয়াল আউট হওয়ার পর চতুর্থ ওভারেই ব্যাটিংয়ে নামেন কোহলি। ৪৮ বলে ফিফটি, ১০২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। ইনিংসে ছিল সাতটি ছয়—ওয়ানডে ক্যারিয়ারে মাত্র পঞ্চমবার এক ইনিংসে পাঁচটির বেশি ছয় মারলেন তিনি।

কোহলি আরও বলেন, ৩০০ ওয়ানডে খেলার পর আলাদা করে খুব বেশি প্রস্তুতির দরকার হয় না। নেটে যদি টানা দেড়-দুই ঘণ্টা ব্যাট করতে পারি, বুঝি আমি ঠিক পথেই আছি। এই বয়সে সবচেয়ে জরুরি হলো ফিট থাকা, মানসিকভাবে চাঙা থাকা এবং খেলাটা উপভোগ করা।