বিপিএল খেলোয়াড় নিলামে এক অদ্ভুত ও চমকপ্রদ দৃশ্যের জন্ম দেয় বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে থাকা ১৪ জন খেলোয়াড়ের মধ্যে ছয় দল দুজন করে ১২ জন কিনে নিলেও অবিক্রীত থেকে যান এই দুই অভিজ্ঞ ক্রিকেটার।
নিলামে মুশফিক ও মাহমুদউল্লাহর নাম ডাকা হলেও কোনো দলই তখন সাড়া দেয়নি। বিষয়টি অনেক ক্রিকেটপ্রেমী ও বিশ্লেষকের কাছেই বিস্ময়কর মনে হয়েছে, কারণ জাতীয় দলের সাবেক দুই অধিনায়কের এমন পরিণতি খুব একটা প্রত্যাশিত ছিল না।
তবে নিলাম শেষে শেষ পর্যন্ত দল পেয়েছেন দুজনই। মুশফিকুর রহিম যোগ দিয়েছেন রাজশাহী ওয়ারিয়র্সে, আর মাহমুদউল্লাহ খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। নিলামের পর দুই দলের কোচ ও টিম ম্যানেজমেন্টই জানিয়েছেন, এই দুই ক্রিকেটারকে দলে পেয়ে তারা নিজেদের ভাগ্যবান মনে করছেন।
নিলামের নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় অবিক্রীত থাকলে পরে তার নাম আবার ডাকা হলে এক ধাপ নিচের ক্যাটাগরিতে নামার কথা। সে অনুযায়ী মুশফিক ও মাহমুদউল্লাহর ‘সি’ ক্যাটাগরিতে নামার কথা ছিল।
তবে বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের প্রস্তাবে দুজনকে আবারও ‘বি’ ক্যাটাগরিতে তোলা হয়। তখন ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় তাদের নেওয়ার সুযোগ পায় দলগুলো।
রাজশাহীর কোচ হান্নান সরকার জানান, শুরুতে তাদের দল না পাওয়ায় তিনিও অবাক হয়েছিলেন। তবে দল গঠনের কৌশল ও ক্যাটাগরি বাধ্যবাধকতার কারণে অনেক দল অপেক্ষার পথে হেঁটেছিল। তিনি আরও বলেন, মুশফিককে পেতে রাজশাহী দল বেশি টাকার প্রস্তুতিও নিয়েছিল।
রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম ও সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলও মাহমুদউল্লাহকে দলে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাদের মতে, কম দামে এত অভিজ্ঞ একজন ক্রিকেটার পাওয়া দলের জন্য বড় সুবিধা।


