সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ায় বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যায় (সিসিইউ) চিকিৎসাধীন। দেশের বিভিন্ন প্রান্তে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হচ্ছে।
রোববার (৩০ নভেম্বর) রাতে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান।
হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তামিম সবাইকে খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিক নয়, মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানান।
তিনি বলেন, খালেদা জিয়া দ্রুত সুস্থ হোক, সেই দোয়া করি। আমি অসুস্থ থাকলে তার পরিবার আমার খোঁজ নিয়েছিল। সেই কৃতজ্ঞতা জানাতেই আজ এসেছি। তাঁর অসুস্থতাকে রাজনৈতিক চোখে না দেখে মানবিকভাবে দেখা উচিত।
এর আগে ২৯ নভেম্বর এক ফেসবুক পোস্টে তামিম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
তিনি লিখেছিলেন, জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারও সব শঙ্কা দূর করে হাসিমুখে ফিরে আসবেন। সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করি।


