ঢাকা সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় : প্রধান উপদেষ্টার শোক প্রকাশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০১:২৫ পিএম
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি - সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহর কারণে মর্মান্তিক প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে গভীর শোক প্রকাশ করেছেন এবং সমবেদনা জানিয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকেকে পাঠানো চিঠিতে প্রধান উপদেষ্টা এই শোক ও সমবেদনা জানান।

এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব কালাম আজাদ মজুমদার।

চিঠিতে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, ঘূর্ণিঝড় ডিটওয়াহর কারণে মৃত্যুর খবর ও ব্যাপক ধ্বংসযজ্ঞের সংবাদ পেয়ে তিনি গভীরভাবে শোকাহত। তিনি এটিকে সাম্প্রতিক বছরের শ্রীলঙ্কায় সংঘটিত সবচেয়ে ভয়াবহ আবহাওয়াজনিত দুর্যোগগুলোর অন্যতম হিসেবে বর্ণনা করেন।

তিনি আরও লিখেছেন, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবেও আমি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি এবং শ্রীলঙ্কার জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। যারা আপনজন হারিয়েছেন, তাদের জন্য আমাদের আন্তরিক চিন্তা ও প্রার্থনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

প্রধান উপদেষ্টা চিঠিতে যোগ করেন, এই কঠিন সময়ে বাংলাদেশ শ্রীলঙ্কার বন্ধুসুলভ জনগণের প্রতি সংহতি জানাচ্ছে। বন্যা ব্যবস্থাপনা, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য মানবিক সহায়তাসহ প্রয়োজনীয় যেকোনো সহায়তা দিতে আমরা প্রস্তুত আছি।