বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারলে বিএনপি একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে।
সোমবার (০১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘নতুন বাংলাদেশে একটি নির্বাচন আয়োজনের সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমান সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সময় ঘোষণা করেছে- এতে বিএনপি আশাবাদী। জনগণ তাদের মতামত দিয়ে নিজেদের সংসদ নির্বাচন করবে।’
তিনি আরও বলেন, বিএনপির সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে, তাই জনগণ সমর্থন দিলে নতুন বাংলাদেশ বিনির্মাণে দলটি কার্যকর ভূমিকা রাখতে পারবে।
এ সময় বিএনপি মহাসচিব খালেদা জিয়ার অসুস্থতা সম্পর্কে বলেন, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দেশি-বিদেশি চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
মির্জা ফখরুল আরও বলেন, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তার জন্য দেশবাসীর দোয়া প্রার্থনা করছি।
উল্লেখ, নেত্রীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে দলীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বিস্তৃত ব্রিফিং দেবেন।


