ঢাকা সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫

টানা তিন ড্রতে শীর্ষস্থান হারাল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০২:২২ পিএম
ছবি: সংগৃহীত

টানা তৃতীয় ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো রিয়াল মাদ্রিদকে। অবনমনের আশঙ্কায় থাকা জিরোনার বিপক্ষে এস্তাদি মন্টিলিভি স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করেছে লস ব্লাঙ্কোসরা। এই ড্রয়ের ফলে লা লিগার শীর্ষস্থান হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এখন তাদের চেয়ে এক পয়েন্টে এগিয়ে আছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

জিরোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক। ম্যাচের শেষ দিকে কিলিয়ান এমবাপ্পের নেওয়া একটি পেনাল্টিই মূলত রিয়ালকে বড় লজ্জা থেকে বাঁচিয়েছে।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের কোচ জাভি আলোনসো সংবাদ সম্মেলনে এসে তিনি স্বীকার করেন, বিশেষ করে দ্বিতীয়ার্ধে আমরা উন্নতি করেছি। বেশি চাপ দিয়েছি, সুযোগও তৈরি হয়েছে। তবে তিন পয়েন্ট নিশ্চিত করতে যে নিখুঁত ফিনিশিং দরকার ছিল, সেটার ঘাটতি ছিল।

শিরোপার লড়াই নিয়ে তিনি বলেন, লড়াই এখনও শেষ হয়নি। লিগ খুব কাছাকাছি অবস্থায় আছে। মৌসুম অনেক লম্বা, আমাদের এগিয়ে যেতে হবে।

রদ্রিগোর ওপর শেষ দিকে হওয়া ফাউল প্রসঙ্গে আলোনসো বলেন, আমি ওই মুহূর্তটা পরিষ্কারভাবে দেখিনি। তবে শুনেছি সেখানে যোগাযোগ ছিল এবং ভিএআর (VAR) সেটি দেখতে পারত। এমন সিদ্ধান্ত ম্যাচের ফল বদলে দিতে পারে।

টানা ড্র নিয়ে কোচের ব্যাখ্যা

লা লিগায় টানা তিন ড্র এবং শেষ তিন ম্যাচে ছয় পয়েন্ট হারানোর বিষয় নিয়ে উদ্বেগ থাকলেও আলোনসো খুব বেশি অভিযোগ করতে রাজি নন।

তিনি জানান, মৌসুমে বিভিন্ন ধরণের সময় আসে। শুরুতে আমরা অ্যাওয়ে ম্যাচগুলোতে ভালো করছিলাম। সাম্প্রতিক ম্যাচগুলোতে আবার দ্বিতীয়ার্ধে আমরা বেশি ভালো খেলছি।

তার মতে, দল জেতার চেষ্টা করেছে এবং দ্বিতীয় গোলের জন্য বক্সের ভেতরে তিন-চারটি পরিষ্কার সুযোগ পেয়েছিল, যা কাজে লাগাতে পারলে ম্যাচ জেতা সম্ভব হতো।

এদিকে, আগামী বুধবার রিয়াল মাদ্রিদ আবারও অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে অ্যাথলেটিক বিলবাওয়ের।