বার্সেলোনাকে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল
অক্টোবর ২৭, ২০২৫, ১২:১৪ এএম
গত চার এল ক্লাসিকোর হতাশা ভুলে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করল শাবি আলোন্সোর দল।
রোববার (২৬ অক্টোবর) সান্তিয়াগো বের্নাবেউয়ে গোল, পেনাল্টি মিস, রেফারির সিদ্ধান্ত বদল, শেষ দিকে লাল কার্ড, টাচলাইনে হাতাহাতি- রোমাঞ্চ আর উত্তেজনার কোন কমতি ছিল না ম্যাচটিতে।
গোল করে ও করিয়ে রিয়ালের জয়ের নায়ক জুড বেলিংহ্যাম।...