লা লিগায় দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা ধরে রাখল রিয়াল মাদ্রিদ। নবাগত ওভিয়েদোর মাঠে একেবারেই অচেনা আবহে খেলতে নামলেও শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখাল জাবি আলোনসোর দল। ম্যাচে দুইবার গোল করলেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে, আর যোগ হওয়া সময়ে শেষ গুঁতোটি দিলেন ভিনিসিয়ুস জুনিয়র। ফলে ৩-০ ব্যবধানে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ল মাদ্রিদ।
লিগের প্রথম ম্যাচে ওসাসুনাকে সামান্য ব্যবধানে হারালেও এই ম্যাচে আলোনসো একাদশে দিলেন বড় চমক। বেঞ্চে রাখা হলো ভিনিসিয়ুসকে, বাঁ দিকে খেললেন ফর্মহীন রদ্রিগো। ডান দিকে ভরসা রাখা হলো মাত্র আঠারো বছরের ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর ওপর। শুরুতেই রদ্রিগো কয়েকবার প্রতিপক্ষের রক্ষণ ভেঙে এগোনোর চেষ্টা করলেও গোলের দেখা মিলছিল না। ওভিয়েদোও পাল্টা আক্রমণে ভরসা রেখেছিল, তবে খুব বেশি কার্যকর হতে পারেনি।

৩৭ মিনিটে আসে প্রথম গোল। মাঝমাঠে চুয়ামেনির ট্যাকল থেকে শুরু হয় আক্রমণ, বল যায় আরদা গুলেরের পায়ে। সেখান থেকে এমবাপ্পে নিয়ে নিখুঁত টার্নে নিচু শটে বল জড়িয়ে দিলেন জালে। দ্বিতীয়ার্ধে কিছুটা ধীর গতি এলেও ম্যাচের শেষ দিকে আবারও তেতে ওঠেন তিনি। বদলি নামা ভিনিসিয়ুস প্রতিপক্ষের ডিফেন্স চেপে ধরেন, বল বাড়ান এমবাপ্পেকে। তিনি সহজেই ব্যবধান দ্বিগুণ করেন ৮৩ মিনিটে।
ম্যাচ শেষের আগ মুহূর্তে যেন উৎসবের আবহ তৈরি করেন ভিনিসিয়ুস। ডিফেন্স ভেদ করে একক দৌড়ে এগিয়ে গিয়ে তৃতীয় গোলটি করলেন এই ব্রাজিলিয়ান তারকা। ফলে লা লিগায় টানা দ্বিতীয় জয় পেয়ে আত্মবিশ্বাসী মাদ্রিদ।
ওভিয়েদো মৌসুম শুরু করল টানা দুই হারে, তাদের পরের ম্যাচ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। অন্যদিকে ৩০ আগস্ট নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন