স্প্যানিশ ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদ আসন্ন ব্যালন ডি’অর ২০২৫ পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার প্যারিসের থিয়েটার দু শাতলেতে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদের কোনো প্রতিনিধি উপস্থিত থাকবে না।
২০২৪ সালে ভিনিসিয়ুস জুনিয়রকে ব্যালন ডি’অর না দিয়ে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিকে পুরস্কার দেওয়া হয়েছিল। এই বিতর্কিত সিদ্ধান্তের পর থেকেই ফ্রান্স ফুটবলের সঙ্গে রিয়াল মাদ্রিদের সম্পর্কের অবনতি ঘটে।
এরপর থেকেই ক্লাবটি এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে।
সম্প্রতি, ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ মাদ্রিদে গিয়ে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে অনুষ্ঠানে অংশগ্রহণের অনুরোধ জানায়। কিন্তু উভয় পক্ষের মধ্যে কোনো ধরনের সমঝোতা হয়নি।
ফলে, গত বছরের মতো এবারও রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় বা ক্লাব কর্মকর্তা এই অনুষ্ঠানে যোগ দেবেন না।
গত মৌসুমে ভিনিসিয়ুস জুনিয়র দুর্দান্ত পারফর্ম করা সত্ত্বেও তাকে অন্যায়ভাবে এই পুরস্কার থেকে বঞ্চিত করা হয়েছে বলে মনে করে রিয়াল।
এই ক্ষোভের কারণে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত ফুটবল পুরস্কারের আয়োজকদের সঙ্গে তাদের কূটনৈতিক দূরত্ব সৃষ্টি হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন