ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি'অর ২০২৫ প্রদানের জন্য প্রস্তুত প্যারিসের থিয়েটার দ্য শাটেলে।
আজ সোমবার রাতে অনুষ্ঠিতব্য এই জমকালো অনুষ্ঠানে পুরুষ ও নারী উভয় বিভাগে বছরের সেরা খেলোয়াড়, গোলরক্ষক, সেরা কোচ এবং সেরা ক্লাবের নাম ঘোষণা করা হবে।
ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কে হবেন এবারের বিশ্বসেরা? এবারের ব্যালন ডি’অর পুরস্কারের জন্য মনোনীতদের তালিকায় বেশ কিছু চমক রয়েছে।
পুরুষদের গোলরক্ষক হিসেবে ইয়াশিন ট্রফি জয়ের দৌড়ে আছেন লিওনেল জিয়ানলুইজি ডোনারুম্মা (পিএসজি/ম্যানচেস্টার সিটি), এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), জান ওব্লাক (অ্যাটলেটিকো মাদ্রিদ), ডেভিড রায়া (আর্সেনাল), ম্যাটজ সেলস (নটিংহাম ফরেস্ট) এবং ইয়ান সোমার (ইন্টার)।
নারীদের ইয়াশিন ট্রফির জন্য মনোনীতদের মধ্যে আছেন অ্যান-ক্যাটরিন বার্গার (গথাম এফসি), ক্যাটা কল (বার্সেলোনা), হান্নাহ হাম্পটন (চেলসি), চিয়ামাকা নানাজি (প্যারিস এফসি/ব্রাইটন) এবং ড্যাফনে ভ্যান ডমসেলার (আর্সেনাল)।
সেরা কোচের জন্য মনোনীত জোহান ক্রুইফ ট্রফি পুরুষ বিভাগে জয়ের লড়াইয়ে আছেন আন্তোনিও কন্টে (নাপোলি), লুইস এনরিক (পিএসজি), হানসি ফ্লিক (বার্সেলোনা), এনজো ম্যারেসকা (চেলসি) এবং আর্নে স্লট (লিভারপুল)।
নারী বিভাগে এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন সোনিয়া বোম্পাস্টর (চেলসি), আর্থার এলিয়াস (ব্রাজিল), জাস্টিন মাডুগু (নাইজেরিয়া), রেনি স্লেগার্স (আর্সেনাল) এবং সারিনা উইগম্যান (ইংল্যান্ড জাতীয় দল)।
এছাড়াও, সেরা ক্লাব হিসেবে পুরুষ বিভাগে বার্সেলোনা, বোতাফোগো, চেলসি, লিভারপুল ও পিএসজি এবং নারী বিভাগে আর্সেনাল, বার্সেলোনা, চেলসি, ওএল লিওনেস ও অরল্যান্ডো প্রাইড মনোনীত হয়েছে।
এদিকে, ব্যালন ডি’অর বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে তিনটি মূল মানদণ্ড অনুসরণ করা হয়: ১. ব্যক্তিগত পারফরম্যান্স ও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান। ২. দলগত সাফল্য ও অর্জন। ৩. খেলা চলাকালীন নৈপুণ্য ও ন্যায়পরায়ণতা।
বিশ্বের ১০০টি দেশের পুরুষ ও ৫০টি দেশের নারী ফুটবল বিশেষজ্ঞ সাংবাদিকের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক জুরি এই ভোটদান প্রক্রিয়ায় অংশ নেন।
প্রত্যেক সাংবাদিক তাদের পছন্দের প্রার্থীকে ১০ স্তরের পয়েন্টিং সিস্টেমে র্যাঙ্কিং করেন। সর্বোচ্চ পয়েন্টপ্রাপ্ত খেলোয়াড়ই ব্যালন ডি’অর জয় করেন।
২০২৪ সাল থেকে ইউরোপীয় ফুটবল সংস্থা (ইউইএফএ) এবং ফ্রান্স ফুটবল এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে।
ইউইএফএ বাণিজ্যিক এবং ফুটবল-সংক্রান্ত সহযোগিতা দিলেও, ভোটিং প্রক্রিয়া সম্পূর্ণ স্বাধীনভাবে ফ্রান্স ফুটবলের তত্ত্বাবধানে পরিচালিত হয়।
এবারের ৬৯তম ব্যালন ডি’অর অনুষ্ঠানটি পরিচালনা করবেন নেদারল্যান্ডসের কিংবদন্তি ফুটবলার এবং ব্যালন ডি’অর জয়ী রুদ গুল্লিট। তার সঙ্গে সহ-উপস্থাপক হিসেবে থাকবেন ব্রিটিশ সাংবাদিক ও সুপরিচিত ক্রীড়া ব্যক্তিত্ব কেট স্কট।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন