সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৬:৫৩ পিএম

ফিলিস্তিন নিয়ে দুই -রাষ্ট্র সমাধানের বিষয়ে বিশ্ব শীর্ষ সম্মেলন আজ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৬:৫৩ পিএম

জাতিসংঘের সাধারণ পরিষদের ছবি। - রয়টার্স

জাতিসংঘের সাধারণ পরিষদের ছবি। - রয়টার্স

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করতে এবং মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান (টু স্টেট সলিউশন) বাস্তবায়নের দাবিতে বৈশ্বিক সম্মেলন শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রে। সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে স্থানীয় সময় বিকেল ৩ টায় জাতিসংঘের সদর দপ্তরে শুরু হবে এই সম্মেলন। যার আয়োজক হিসেবে রয়েছে ফ্রান্স এবং সৌদি আরব। 

সম্মেলনের মধ্যে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, সান ম্যারিনো, অ্যান্ডোরাসহ আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে জানা গেছে। এর আগে গত শনি এবং রোববার ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং পর্তুগাল।

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই সম্মেলন বয়কট করেছে। ইসরায়েলের জাতিসংঘ প্রতিনিধি দলের সদস্য ড্যানি ডেনন বৈশ্বিক এ সম্মেলনকে ‘সার্কাস’ উল্লেখ করে বলেছেন, ‘এই সম্মেলনে কোনো কাজ হবে বলে আমাদের মনে হয় না এবং আমরা মনে করি, সন্ত্রাসবাদকে পুরস্কৃত করতে এই সম্মেলনের ডাক দেওয়া হয়েছে।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশ্য তার রাজনৈতিক জীবনের শুরু থেকেই দ্বি-রাষ্ট্র সমাধানের বিরোধী। তার নির্দেশে গত প্রায় ২ বছর ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযান পরিচালনা করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গত দু’ বছর ধরে একদিকে নির্মম সামরিক অভিযানে গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে, অন্যদিকে ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকায় ইসরায়েলের দখলকৃত এলাকার সীমানাও বাড়ানো হচ্ছে।

গত দু’বছরে কয়েক বার গাজায় সামরিক অভিযান বন্ধের পাশাপাশি পশ্চিম তীল এলাকায় দখলকৃত এলাকা সম্প্রসারণ নিয়ে ইসরায়েলকে সতর্কবার্তা দিয়েছে মধ্যপ্রাচ্যের নেতৃস্থানীয় দেশ সৌদি আরব, যার সঙ্গে বহুদিন ধরে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সংযুক্ত আরব আমিরাতও পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব সম্প্রসারণকে ‘রেড লাইন’ বলে উল্লেখ করেছে। আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে ইসরায়েলের।

বস্তুত, গাজায় সামরিক অভিযান বন্ধ না করা এবং পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব বেড়ে যাওয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ বিলুপ্তির আশঙ্কা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতেই জাতিসংঘের সমর্থনের ভিত্তিতে নিউইয়র্কে শুরু হতে যাচ্ছে এই বৈশ্বিক সম্মেলন।

চলতি মাসের শুরুর দিকে সাত পৃষ্ঠার একটি নথি প্রকাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। সেখানে বৈশ্বিক এ সম্মেলনকে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে ‘বাস্তব, সময়োচিত এবং অপরববর্তনীয় পদক্ষেপ’ বলে উল্লেখ করা হয়েছে। নথিতে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানানোর পাশাপাশি গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে পরিচালিত সন্ত্রাসী হামলার নিন্দাও করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!