দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উত্তাল ভারত-পাকিস্তান ম্যাচে শুধু ক্রিকেট নয়, জন্ম নিয়েছে এক নতুন বিতর্কেরও।
ক্রিকেট ব্যাট হাতে ঝড় তোলার পর পাকিস্তানি ওপেনার সাহেবজাদা ফারহানের 'বন্দুক' ভঙ্গি আলোচনার কেন্দ্রে। তার এই উদযাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের ঝড় উঠেছে।
সুপার ফোরের এই ম্যাচে ভারতের বিপক্ষে পাকিস্তান যখন চাপের মুখে, তখন ত্রাণকর্তা হয়ে আসেন ওপেনার সাহেবজাদা ফারহান। ৩৪ বলে ৫৮ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে তিনি দলকে লড়াইয়ে ফিরিয়ে আনেন।
তার ব্যাটে আসে পাঁচটি চার এবং তিনটি বিশাল ছক্কা। কিন্তু অর্ধশতক পূর্ণ করার পর ফারহানের উদযাপন ক্রিকেটীয় সীমানা পেরিয়ে নতুন মাত্রা যোগ করে।
ব্যাট ছেড়ে রাইফেলের মতো ভঙ্গি করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই এই ভিডিও ছড়িয়ে পড়ে, যা ভারত ও পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের মধ্যে বিতর্কের জন্ম দেয়।
ম্যাচ শেষে তিনি জানান, এটি কোনো পরিকল্পিত উদযাপন ছিল না, বরং তাৎক্ষণিক আবেগের বহিঃপ্রকাশ ছিল। তিনি বলেন, আমি সাধারণত হাফসেঞ্চুরি উদযাপন করি না।
হঠাৎ মনে হলো কিছু একটা করা দরকার। তখনই এই ভঙ্গি চলে আসে। অন্যরা কীভাবে এটিকে দেখছে, তা নিয়ে আমি মাথা ঘামাই না।
ফারহানের এই উদযাপনকে অনেকেই 'একে-৪৭' ভঙ্গি বলে অভিহিত করেছেন। ভারত-পাকিস্তান ম্যাচের মতো উচ্চ-উত্তেজনার পরিবেশে এমন ভঙ্গি অনেকে সংবেদনশীল বলে মনে করছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন