পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ধর্ষণের শিকার এক শিশুর স্বজনদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও মারধরের হুমকির অভিযোগে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে বিষয়টি জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা লঙ্ঘন এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ধারায় ‘অসদাচরণ’ হিসেবে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে প্রচলিত নিয়ম অনুযায়ী তিনি খোরপোশ ভাতা পাবেন।
পঞ্চগড়ের সিভিল সার্জন মিজানুর রহমান জানান, বরখাস্তের আদেশ হাতে পেয়েছেন তারা। আপাতত আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্বে রাহিমুল নামের এক চিকিৎসককে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ধর্ষণের শিকার শিশুটির স্বজনদের সঙ্গে ডা. আবুল কাশেমের অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম স্বাস্থ্য অধিদপ্তরের আদেশের অনুলিপি শেয়ার করে সামাজিক মাধ্যমে লেখেন, ‘পঞ্চগড়ের একমাত্র সদর হাসপাতালটিকে আমরা জনগণের আস্থার প্রতীক হিসেবে দেখতে চাই, যেখানে সেবাই হবে মুখ্য।’
তিনি আরও লেখেন ‘আমরা চিকিৎসকদের পাশে থাকতে চাই, তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চাই। তবে কেউ যদি নিজের পদ বা পেশার অপব্যবহার করে জনগণের স্বার্থবিরোধী আচরণ করে, সাধারণ মানুষের মর্যাদা হরণ করে, তাহলে আমরা নিশ্চুপ থাকব না। অন্যায় করে আর কেউ পার পাবে না ইন-শা-আল্লাহ।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন