চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে নির্দেশ ভারতের আদালতের
অক্টোবর ১, ২০২৫, ০৬:৩৯ পিএম
আজকের দিনে যেখানে বেশিরভাগ মানুষ কি-বোর্ড ব্যবহার করেন, সেখানে হাতের লেখার গুরুত্ব কতটা আছে—এই প্রশ্নে ভারতের আদালত স্পষ্ট করে বলেছে, হাতের লেখার গুরুত্ব এখনও আছে। বিশেষ করে যখন লেখক একজন ডাক্তার। ডাক্তারদের দুর্বোধ্য বা ‘প্যাঁচানো’ হাতের লেখার কথা শুনে মানুষ হাস্যরস খুঁজে পায়। বলা হয়, তাদের লেখা বোঝে শুধু ওষুধের...