রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহ্যামকে ইনজুরি থেকে দ্রুত ফেরার চেষ্টা না করে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছে ক্লাবের মেডিকেল টিম। স্প্যানিশ গণমাধ্যম মার্কা এ তথ্য জানিয়েছে।
২১ বছর বয়সী এই মিডফিল্ডার বর্তমানে দীর্ঘমেয়াদি চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। কাঁধের পুরোনো সমস্যার সমাধানে চলতি গ্রীষ্মে তিনি অস্ত্রোপচার করান।
চিকিৎসকদের পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে আগামী অক্টোবর মাসে তাকে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।
তবে বেলিংহ্যাম নিজে যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে দলে ফিরতে মরিয়া। এ বিষয়ে মার্কা জানিয়েছে, ‘ডাক্তাররা তাকে ধীর হতে বলছেন, কারণ তিনি প্রত্যাশিত সময়ের আগেই ফেরার জন্য অস্থির হয়ে উঠেছেন।’
আগামী সপ্তাহ থেকেই বেলিংহ্যাম বল নিয়ে অনুশীলনে আরও মনোযোগী হবেন বলে আশা করা হচ্ছে। এমনকি দলীয় অনুশীলনের কিছু অংশেও তাকে যুক্ত করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি।
এদিকে, রিয়াল মাদ্রিদ সমর্থকরা এখন অপেক্ষায় আছেন, তাদের তরুণ তারকা আবার কবে সাদা জার্সি গায়ে মাঠে নামবেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন