বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০১:৪৭ এএম

স্নিগ্ধার সূচনা

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০১:৪৭ এএম

স্নিগ্ধার সূচনা

রাত পেরুলেই মুক্তি পাবে সবুজ খান পরিচালিত চলচ্চিত্র ‘বেহুলা দরদী’। এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এ প্রজন্মের অভিনয়শিল্পী স্নিগ্ধা হোসেইন। টেলিভিশন ও মঞ্চের পর তিনি বড় পর্দায় যাত্রা শুরু করতে যাচ্ছেন সিনেমাটির মাধ্যমে।

উচ্ছ্বসিত কণ্ঠে স্নিগ্ধা রূপালী বাংলাদেশ বলেন, একটা সময় বাংলা সিনেমা দেখার জন্য প্রেক্ষাগৃহে উপচে পড়ত দর্শক। আগের সে অবস্থা আর নেই। আমরা চাই সিনেমাটি দর্শকের মন ছুঁয়ে যাক। যাতে করে নির্মাতারা এ ধরনের গল্পে সিনেমা বানানোর সাহস পান। দর্শকরা হলে যাবে, সিনেমাটি দেখে উপভোগ করবে বলে আমার বিশ্বাস।

নিজের চরিত্র প্রসঙ্গে স্নিগ্ধা জানালেন, আমি একজন পতিতার চরিত্রে অভিনয় করেছি। সিনেমা বলে নার্ভাস হয়ে পড়েছিলাম। সবুজ ভাইয়ের নির্দেশনায় এটি প্রথম কাজ। যদিও সহশিল্পী আলমগীর ভাই সহজ করে নিয়েছেন। কারণ আমাদের সংলাপ ঠিকঠাক না হলে দৃশ্যটি ফুটে উঠবে না। অন্য সহশিল্পী যারা ছিলেন তারাও কাছের মানুষজন। হালকা শীতে টাঙ্গাইলের মধুপুর গ্রামে অভিনয় করেছি। কাজের পরিবেশ এমন ছিল, মনে হয়েছে পিকনিক করতে গিয়েছি। অসাধারণ অভিজ্ঞতা হয়েছে।

‘বেহুলা দরদী’Ñ এর আগে স্নিগ্ধা অভিনয় করেছেন রাশেদ শামীম স্যাম পরিচালিত ‘পোস্টমাস্টার ৭১’ সিনেমাতে। মাঝে বিরতির কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি মৌলিক গল্পে কাজ করতে পছন্দ করি। গ্রামের কিংবা আবেগী চরিত্র, এমন ধরনের কাজের প্রস্তাব আসেনি বলে সিনেমাতে কাজ করা হয়নি।

স্নিগ্ধার ক্যারিয়ার শুরু মঞ্চ নাটক দিয়ে। দৃষ্টিপাত নাট্য সংসদ-এর সদস্য তিনি। যদিও ব্যস্ততার জন্য মঞ্চে সময় দিতে পারছেন না আজকাল। টেলিভিশন নাটকে আলোচনায় আসেন এটিএন বাংলার ‘ক্রাইম পেট্রোল’ ধারাবাহিকের মাধ্যমে। একের পর এক কাজ করে যাচ্ছেন টেলিভিশন নাটকে।

নাটকের ব্যস্ততা প্রসঙ্গে স্নিগ্ধা বলেন, ‘সর্বশেষ রাজিব মণি দাস দাদার একটি নাটকে অভিনয় করেছি। নাম ‘অল্প বয়সের প্রেম’। এ নাটকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলেছি। চরিত্রটি চ্যালেঞ্জিং ছিল। শিগগিরই নাটকটি প্রচার হবে।’

এদিকে, স্নিগ্ধা অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রেন্ট অ্যা গার্ল’ স্বদেশী ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে। বাংলাদেশ সংস্কৃতি পরিষদ (বাসপ) তাকে অভিনয়ের জন্য সম্মাননা প্রদান করে গেল ১০ মে।

সবশেষে ক্যারিয়ার পরিকল্পনা প্রসঙ্গে স্নিগ্ধার মন্তব্য, আমি অভিনয় শিখে যেতে চাই। সিনেমাতে মনে দাগ কাটার মতো চরিত্রে অভিনয়ের ইচ্ছে। নিজের যেন সন্তুষ্টি আসে। দর্শকের মনে যেন চরিত্রটি থেকে যায়।

রূপালী বাংলাদেশ

Link copied!