রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৫:২৮ পিএম

এল ক্লাসিকোতে মুখোমুখি রিয়াল-বার্সা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৫:২৮ পিএম

কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামাল। ছবি- সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামাল। ছবি- সংগৃহীত

বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ এখন এক ম্যাচে—‘এল ক্লাসিকো’। স্প্যানিশ লা লিগার এই মহারণ মানেই আবেগ, ইতিহাস আর প্রতিশোধের গল্প। গত মৌসুমে সেই গল্পটা রিয়াল মাদ্রিদের জন্য ছিল এক দুঃস্বপ্ন। স্পেনের ঘরোয়া ফুটবলে ট্রেবল জয়ের পথে চারবার রিয়ালকে হারিয়েছে বার্সেলোনা।

ওই চার ম্যাচে ১৬ গোল হজমের পর শিরোপাশূন্য মৌসুম শেষে বিদায় নিতে হয় ক্লাব ইতিহাসের সবচেয়ে সফল কোচ কার্লো আনচেলত্তিকে। এবার নতুন কোচ জাবি আলোনসোর অধীনে বদলার মঞ্চে ফিরছে রিয়াল মাদ্রিদ।

আজ বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’তে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী—রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। 

এই লড়াই শুধু দুই দলের নয়, ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে বনাম আরেক উদীয়মান প্রতিভা লামিন ইয়ামালেরও।

নয় ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল, দুই পয়েন্ট পিছিয়ে ২২ পয়েন্টে দ্বিতীয় স্থানে বার্সা। আজ জিতলে এমবাপ্পেরা পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নেবে পাঁচে, হারলে শীর্ষস্থান ছিনিয়ে নেবে ইয়ামালের বার্সা।

গত মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা ছিলেন রিয়ালের এমবাপ্পে, আর সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছিলেন বার্সার তরুণ উইঙ্গার ইয়ামাল। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও আজকের ক্লাসিকোয় বার্সার ‘গেমচেঞ্জার’ হতে পারেন মাত্র ১৮ বছর বয়সী এই স্প্যানিশ তারকা।

অন্যদিকে রিয়াল এখন এমবাপ্পে-নির্ভর দল। দলের মোট গোলের ৫৪ শতাংশ (২০ গোলের মধ্যে ১০টি) একাই করেছেন এই ফরাসি ফরোয়ার্ড। গত মৌসুমে বার্নাব্যুতে নিজের প্রথম ক্লাসিকোয় ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিলেন তিনি। 

ফিরতি লেগে হ্যাটট্রিক করেও ৪-৩ ব্যবধানে হারের তিক্ততা ঘোচাতে পারেননি। কোপা দেল রে ও সুপার কাপের ফাইনালেও হেসেছিল ইয়ামালের বার্সা।

এবার ইতিহাস বদলানোর মিশনে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। জিতলে তারা লিগে আধিপত্য আরও পোক্ত করবে, আর যদি এমবাপ্পে ব্যর্থ হন, তবে ক্লাসিকোর জয়সংখ্যায় (রিয়াল ১০৫, বার্সা ১০৪) সমতায় পৌঁছাবে কাতালানরা।

রূপালী বাংলাদেশ

Link copied!