টিভিতে আজকের খেলা (৯ এপ্রিল, ২০২৫)
এপ্রিল ৯, ২০২৫, ০৮:৩৯ এএম
আইপিএলে দিনের একমাত্র ম্যাচে গুজরাট টাইটানসের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। এ ছাড়াও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা।ক্রিকেটঢাকা প্রিমিয়ার লিগশাইনপুকুর–গুলশানসকাল ৯টা, টি স্পোর্টসমোহামেডান–অগ্রণী ব্যাংকসকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেলআবাহনী–প্রাইম ব্যাংকসকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেলনারী বিশ্বকাপ ক্রিকেট বাছাইপাকিস্তান–আয়ারল্যান্ডসকাল ১০টা ৩০ মিনিট, আইসিসি ডট টিভিওয়েস্ট ইন্ডিজ–স্কটল্যান্ডসকাল ১০টা ৩০ মিনিট,...