লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা
মে ১৬, ২০২৫, ০৭:৪৯ এএম
পরিস্কার হিসাব ছিল বার্সেলোনার সামনে। এস্প্যানিয়লকে তাদের মাঠে হারাতে পারলেই লা লিগা চ্যাম্পিয়ন হবে তারা। আর তাই হলো।
এস্প্যানিয়লকে অ্যাওয়ে ম্যাচে হারিয়ে, বৃহস্পতিবার নিজেদের ২৮তম লা লিগা শিরোপা জয় নিশ্চিত করে ফেলল বার্সেলোনা।
এই জয়ে শুধু লিগ নয়, ফ্লিকের অধীনে প্রথম মৌসুমেই ঘরোয়া ট্রেবল (লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ)...