দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বার্সেলোনা এবং ভিয়ারিয়ালের মধ্যকার একটি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে। এটিই হতে যাচ্ছে ইউরোপের শীর্ষ পাঁচ লীগের ইতিহাসে বিদেশের মাটিতে আয়োজিত প্রথম কোনো ম্যাচ।
আগামী ২০শে ডিসেম্বর ম্যাচটি মাঠে গড়াবে। ঘটনাক্রমে এই মিয়ামি শহরটিই হলো মেজর লীগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামির ঠিকানা, যে ক্লাবে বর্তমানে খেলছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি।
স্পেনের শীর্ষ লীগ লা লিগা দিন কয়েক আগে ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)-এর কাছ থেকে এই ঐতিহাসিক পদক্ষেপের অনুমোদন পায়। এরপরই তারা আনুষ্ঠানিক ঘোষণাটি দেয়।
লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস এই সিদ্ধান্তকে 'ঐতিহাসিক পদক্ষেপ' হিসেবে বর্ণনা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, এটি লা লিগা ও স্প্যানিশ ফুটবলকে অন্য পর্যায়ে নিয়ে গেল।
আমরা জানি কিছু উদ্বেগ থাকবে, তবে পুরো মৌসুমে ৩৮ ম্যাচের মধ্যে এটি স্রেফ একটি ম্যাচ। সারা বিশ্বে লা লিগার লাখ লাখ ভক্ত আছেন। তাদের মধ্যে অনেকেই প্রিয় দলকে একবারের জন্য হলেও সরাসরি মাঠে দেখার স্বপ্ন দেখেন। ম্যাচটি সে সুযোগই করে দেবে।
লা লিগার এই সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তুষ্টি প্রকাশ করেছে স্পেনের খেলোয়াড়দের সংগঠন এএফই (AFE)। তারা এক বিবৃতিতে জানিয়েছে, দেশের বাইরে লীগ ম্যাচ আয়োজন ক্রীড়াকাঠামোয় প্রভাব ফেলে এবং শ্রমিক অধিকার নিয়েও প্রশ্ন তোলে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন