৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) রাতে পিএসসির জনসংযোগ শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পিএসসি জানায়, ৪৫তম বিসিএসের জন্য ঘোষিত ২ হাজার ৩০৯টি পদের বিপরীতে ১ হাজার ৮০৭ জনকে ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে। বাকি পদগুলো শূন্য থাকছে যোগ্য প্রার্থী না পাওয়ায়।
২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পরের বছর ১৯ মে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা, যেখানে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন পরীক্ষার্থী। একই বছরের ৬ জুন প্রকাশিত প্রিলিমিনারি ফলাফলে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।
২০২৪ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী। তাদের মৌখিক পরীক্ষা শেষে বুধবার প্রকাশ হলো চূড়ান্ত ফল।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন