প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৈনিক রূপালী বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।
বুধবার (২৬ নভেম্বর) নানান আয়োজনে ‘নবযাত্রার ১ম বছর’ শিরোনামে রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে দৈনিক রূপালী বাংলাদেশ।
‘নতুন সময় নতুন দিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে রূপালী বাংলাদেশকে ফুলেল শুভেচ্ছা জানায় এমবিসিবি।
এর অংশ হিসেবে সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামীম মোল্লা দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক সায়েম ফারুকীর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় দৈনিক রূপালী বাংলাদেশের প্রধান সম্পাদক করিম আহমেদ এবং এমবিসিবির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন