বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ১২:২৭ এএম

ঠাকুরগাঁও

বাউলশিল্পীদের ওপর হামলা, আহত ২

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ১২:২৭ এএম

বাউলশিল্পীদের ওপর  হামলা, আহত ২

  • মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিন্দা

বাউলশিল্পীদের ওপর হামলার বিচার ও বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিলেন বাউলশিল্পীরা। তবে এর আগে নিজেরাই হামলা-মারপিটের শিকার হলেন তারা। গতকাল বুধবার দুপুরে ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বরে এ হামলার ঘটনা ঘটে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ার আলম খান। এ ঘটনায় আহত হয়েছেন দুজন বাউলশিল্পী। এদিকে এ ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি সারোয়ার আলম খান বলেন, “দুপুরে ‘সম্প্রীতির ঐক্য, ঠাকুরগাঁও’ ব্যানারে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা মোড়ে বাউলশিল্পীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঘটনাস্থলে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। কিন্তু সমাবেশ অনুষ্ঠিত হওয়ার আগে কোর্ট চত্বর এলাকায় দুজন বাউলশিল্পীকে একা পেয়ে উৎসুক জনতা তাদের ওপর হামলা এবং মারপিট করে।”

এ বিষয়ে ঠাকুরগাঁও উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু বলেন, ‘ঠাকুরগাঁওয়ের বাউলশিল্পীরা কোর্ট চত্বরে একত্রিত হচ্ছিল তাদের কর্মসূচি পালন করার জন্য। সে সময় একদল উচ্ছৃঙ্খল মানুষ কোর্ট চত্বরে মিছিল নিয়ে এসে বাউলশিল্পীদের ওপর হামলা চালায় ও মারপিট করে।’

তিনি বলেন, ‘প্রত্যেক মানুষের অধিকার রয়েছে তাদের মতামত প্রকাশ করার। কিন্তু ঠাকুরগাঁওয়ে বাউলশিল্পীদের ওপর যে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে এটি দুঃখজনক। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’

ওসি সারোয়ার আলম খান বলেন, ‘বাউলশিল্পীদের আমরা বলেছি, আপনাদের অভিযোগ থাকলে সেটি লিখিতভাবে থানায় দেন। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাউলদের ওপর হামলা ন্যক্কারজনকÑ মির্জা ফখরুল : বাউলদের ওপর হামলা ন্যাক্কারজনক ঘটনা বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গ্রামীণ বাংলার আবহমান সংস্কৃতি আমাদের বাউলরা বাংলাদেশের মাঠে-ঘাটে ও পথে-প্রান্তরে গান গেয়ে বেড়ায়। আজকে যারা তাদের ওপরে হামলা করছে, তারা একটি ধর্মান্ধ গোষ্ঠী বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

গতকাল বুধবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির নবনির্মিত ভবন উদ্বোধনের সময় তিনি এসব মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, এ ধরনের হিংসার পথ বেছে নেওয়া কারো জন্য মঙ্গল নয়। আমরা এর সুষ্ঠু তদন্ত ও ঘটনার নিরসন দাবি করছি।

রাজধানী ঢাকার কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকা-ে পুড়ে যাওয়ার ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সেখানে কয়েক হাজার মানুষ বসবাস করে এবং তারা সবাই দরিদ্র ও নিঃস্ব। আমার বাসার কাজের মহিলার বাড়িটাও সেখানে। তারও সবকিছুই পুড়ে গেছে। এই দরিদ্র মানুষগুলোর জন্য এটা একটা চরম আঘাত।

তিনি সরকারের কাছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থার দাবি জানান। সেই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করার দাবি জানান তিনি। এ ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানান মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আরও বলেন, যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে থাকেন, বিশেষ করে আপনার গার্মেন্টস, ফ্যাক্টরি কারখানা, কিছুটা দায়িত্বহীনতা এবং অগ্নি নির্বাপণ ব্যবহার ও ব্যবস্থাপনা এবং আইন না মেনে চলা। সব মিলে এসব অগ্নিকা- ঘটে। সত্যিকার অর্থে যদি আইনের প্রয়োগ হয় এবং যথাযথ অগ্নি নির্বাপণের ব্যবস্থা হয়, তাহলে তা এড়িয়ে চলা সহজ হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!