বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ১১:১২ পিএম

বাবার প্রভাব বিপদে ফেলতে পারে ছেলেকে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ১১:১২ পিএম

লামিন ইয়ামাল ও তার বাবা। ছবি- সংগৃহীত

লামিন ইয়ামাল ও তার বাবা। ছবি- সংগৃহীত

মাত্র ১৮ বছর বয়সেই স্প্যানিশ ফুটবলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছেন বার্সেলোনার উইঙ্গার লামিন ইয়ামাল। মাঠে তার ঝলমলে পারফরম্যান্স তাকে দ্রুত স্পেনের ফুটবলের নতুন আশা করে তুললেও মাঠের বাইরের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ বাড়ছে ক্লাবের ভেতরে।

এই উদ্বেগের কেন্দ্রে রয়েছে তার পারিবারিক প্রভাব—বিশেষ করে বাবা মুনির নাসরাউইয়ের ভূমিকা। ক্লাব থেকে শুরু করে সাবেক তারকা পর্যন্ত সকলেই চায়, লামিন যেন বাইরের প্রভাব থেকে মুক্ত হয়ে নিজের খেলায় মনোনিবেশ করেন।

স্পেনের সাবেক তারকা ও ইউরো ২০০৮ জয়ী দানি গুইজা সম্প্রতি একটি স্প্যানিশ স্পোর্টস টকশো অনুষ্ঠানে লামিন ইয়ামালের বাবাকে সরাসরি সতর্ক করেছেন। গুইজার বলেন, লামিন অসাধারণ প্রতিভাবান। কিন্তু ওর বাবার উচিত একটু পেছনে সরে দাঁড়ানো—ছেলের ভালোর জন্য। মাঠে খেলছে লামিন, বাবা নন।

গুইজা মনে করেন, অল্প বয়সে তারকাখ্যাতি যেমন আশীর্বাদ, তেমনি বড় ঝুঁকিও বয়ে আনে। তিনি যোগ করেন, এই বয়সে মন খুব দ্রুত দিক বদলায়। পাশে সঠিক মানুষ না থাকলে প্রতিভা হারিয়ে যেতে সময় লাগে না।

ক্লাবের বোর্ডরুম থেকে ড্রেসিংরুম পর্যন্ত কর্মকর্তাদের একটাই আলোচনা—সমস্যা ইয়ামালের ফুটবল দক্ষতায় নয়, বরং তার চারপাশের পরিবেশে। ক্লাব কর্মকর্তাদের মতে, বাবা মুনির নাসরাউই প্রায়শই সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে এমন মন্তব্য করছেন, যা ক্লাবের জন্য অস্বস্তিকর।

কর্মকর্তাদের আশঙ্কা, পরিবারের এই অতিরিক্ত ও প্রকাশ্য হস্তক্ষেপ ছেলেটির মানসিক স্থিতি নষ্ট করতে পারে।

জানা গেছে, এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা ও ক্রীড়া পরিচালক ডেকো ইতোমধ্যে ব্যক্তিগতভাবে লামিন ইয়ামালের সঙ্গে কথা বলেছেন। তাকে মাঠে শতভাগ মনোযোগী থাকতে এবং বাইরের সমস্ত প্রভাব থেকে দূরে থাকার কঠোর পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, সম্প্রতি ক্লাব কর্মকর্তাদের উদ্বেগ আরও বাড়িয়েছে একটি বিতর্কিত ঘটনা। ক্লাব যখন আশা করছিল ইয়ামাল বার্সেলোনায় বিশ্রামে থাকবেন, তখন তাকে ক্রোয়েশিয়ায় গায়িকা নিকি নিকোলের সঙ্গে হেলিকপ্টার ভ্রমণে দেখা যায়। যদিও এই ভ্রমণে সরাসরি কোনো ক্লাব-নিয়ম ভঙ্গ হয়নি, তবুও এটিকে দায়িত্ববোধ ও পেশাদারিত্বের ঘাটতি হিসেবে দেখছে ক্লাব কর্তৃপক্ষ।

বার্সেলোনা ভালোভাবেই বোঝে, লামিন ইয়ামালের পায়ে ভবিষ্যতের স্প্যানিশ ফুটবলের আশা লুকিয়ে আছে। তবে ক্লাব ও বিশেষজ্ঞরা একমত—শুধু প্রতিভা যথেষ্ট নয়, মানসিক ভারসাম্য এবং একটি সঠিক পরিবেশই নির্ধারণ করে একজন খেলোয়াড় কিংবদন্তি হবে নাকি সময়ের আড়ালে হারিয়ে যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!