বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০২:৩২ এএম

নারী বিশ্বকাপ

শেষ বল পর্যন্ত লড়াই করে গর্বিত জ্যোতিরা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০২:৩২ এএম

শেষ বল পর্যন্ত লড়াই করে গর্বিত জ্যোতিরা

নারী বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দেয় তারা। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ সম্ভাবনা জাগিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে জয় হাত থেকে ফসকে গেল। ক্যাচ মিসের কারণে হৃদয় ভাঙার গল্প রচনা করেছে বাংলাদেশ নারী দল। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংসের শেষ বল পর্যন্ত লড়াই করা গর্বিত নিগার সুলতানারা।

ভারতের বিশাখাপট্টমে সোমবার দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ২৩২ রান তুলেছিল বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ আফ্রিকার রান তাড়া করার পথে গুরুত্বপূর্ণ সময়ে তিনটি ক্যাচ ছেড়েছে তারা। বেশ কিছু ফুল টস বলও করেছে, যেখান থেকে বাউন্ডারি বের করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ইনিংসে পঞ্চম ওভারে লরা ভলভার্ট ১১ রানে থাকতে তার ক্যাচ ছাড়েন বোলার রাবেয়া খাতুন। ৩১ রানে আউট হন ভলভার্ট। দক্ষিণ আফ্রিকার যখন ৩৬ বলে ৩৭ রান দরকার, তখন ফিফটি তুলে নিয়ে ক্রিজে সেট চোলে ট্রায়নের ক্যাচ লং অনে ছাড়েন বদলি ফিল্ডার সুমাইয়া। এরপর ৮ বলে যখন ৯ রান দরকার দক্ষিণ আফ্রিকার, তখন লং অনে চোলের আরেকটি সহজ ক্যাচ ছাড়েন স্বর্ণা আক্তার। এরপর আর ম্যাচের কী থাকে! শেষ ওভারে ৮ রান তুলতে অসুবিধা হয়নি দক্ষিণ আফ্রিকার। যদিও শেষ ওভারে বাঁহাতি স্পিনার নাহিদার ফুল টসে ছক্কা হজম নিয়ে সমালোচনা হতে পারে। হারলেও পুরস্কার বিতরণ মঞ্চে সতীর্থদের নিয়ে গর্বিত বাংলাদেশ অধিনায়ক নিগার।

তিনি বলেন, ‘শেষ বল পর্যন্ত মেয়েরা যেভাবে লড়াই করেছে, তাতে আমি সত্যিই গর্বিত। খারাপও লাগছে কারণ ড্রেসিংরুমে তারা কাঁদছে। সবারই অল্প বয়স। আজ (সোমবার) তারা যেভাবে নিজেদের ১১০ শতাংশ নিবেদন করেছে, তাতে ভালো লাগছে। এখন তারা খুব আবেগের ভেতর দিয়ে যাচ্ছে, কারণ সবারই বিশ্বাস ছিল ম্যাচটা আমরা জিততে পারব। তাই আমার মনে হয়, এটা আমাদের জন্য শিক্ষণীয় অভিজ্ঞতা।’ এ নিয়ে বিশ^কাপে ৪ ম্যাচে তিন হার ও এক জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলে ছয়ে অবস্থান বাংলাদেশের। লিগ পর্বে বাংলাদেশ আরও তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। নিগার বলেন, ‘এটাই আমাদের শেষ ম্যাচ না। আরও তিনটি ম্যাচ আছে।

আমাদের গর্বিত হওয়া উচিত। যেভাবে খেলেছি, তাতে মাথা উঁচু রাখা উচিত।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো বোলিং করতে না পারার জন্য শিশিরকে দুষেছেন নিগার। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘শিশিরের কারণে বল গ্রিপ করা খুব কঠিন হয়ে যাচ্ছিল। বল ভেজা ছিল। নিজেদের সেরা বোলারদের ডেথ ওভারে ব্যবহারের চেষ্টা করেছি। কখনো কখনো (প্রতিপক্ষের মোমেন্টাম) আটকে রাখা কঠিন হয়ে যায়। কিন্তু আমাদের বোলাররা ভালো করেছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!