গাজীপুরের শ্রীপুরে ভুল চিকিৎসার অভিযোগে নবজাতকের মৃত্যুর ঘটনায় মাওনা চৌরাস্তায় অবস্থিত লাইসেন্সবিহীন আল-রাজি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেল ৩টার দিকে সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, হাসপাতালের কোনো লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ ছিল না। পাশাপাশি হাসপাতালটিতে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও প্রশিক্ষিত কর্মী নেই। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই সেবা দিয়ে আসছিল। প্রতিষ্ঠানটিকে জরিমানার পাশাপাশি শর্তসাপেক্ষে দুই মাস পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন