নন্দিত সংগীতশিল্পী, উপস্থাপিকা ও সমাজ সেবক দিঠি আনোয়ার পাঁচ মাসেরও বেশি সময় পর আগামী ১২ ডিসেম্বর দেশে ফিরছেন। চলতি বছরের জুলাই মাসে দিঠি আনোয়ার যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। তার দুই ছেলে যুক্তরাষ্ট্রে দুটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও কলেজে পড়াশোনা করে। তাদের জন্যই মূলত বেশকিছুটা সময় হাতে নিয়ে দিঠি যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। দুই ছেলেকে যথেষ্ট সময় দিয়ে অবশেষে বছরের শেষপ্রান্তে তিনি ঢাকায় ফিরছেন। যুক্তরাষ্ট্রে থাকাবস্থায় দেশ, দেশের মানুষ, মিডিয়া অঙ্গন, মিডিয়া রিলেটেড মানুষদের ভীষণ মিস করেছেন দিঠি আনোয়ার। দেশে ফিরেই তিনি যথারীতি তার নিয়মিত কাজে ব্যস্ত হয়ে উঠবেন বলে জানান।
দেশে ফিরেই তিনি প্রথম গুরুত্ব দেবেন তার বাবা দেশের কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে ইউটিউব চ্যানেলে প্রকাশে। দিঠি বলেন, ‘আব্বুকে নিয়ে ইউটিউব চ্যানেলেটি প্রকাশের দিকে মনোযোগ দিব। চ্যানেলে আব্বুর বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যানেলে প্রচারিত সাক্ষাৎকার, আব্বুর লেখা গান, আব্বুকে নিয়ে নানান ধরনের অনুষ্ঠান, আব্বুকে নিয়ে বিভিন্ন জনের সাক্ষাৎকার’সহ নানান কিছু এই ইউটিউব চ্যানেলে স্থান পাবে। মূলকথা আমার আব্বুকে পরবর্তী প্রজন্মের কাছে বিষদভাবে তুলে ধরতেই এই ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করতে চাই। একজন সন্তান হিসেবে এটা আমার গুরুদায়িত্ব বলেই আমি মনে করি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন