প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে প্রথমবারের মতো হারাল জাপান।
মঙ্গলবার (১৪ অক্টোবর) টোকিওর আজিনোমোতো স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে স্বাগতিকরা ৩-২ গোলে জয় তুলে নিয়েছে।
ম্যাচের শুরুটা ছিল সম্পূর্ণ ব্রাজিলের নিয়ন্ত্রণে। পাওলো হেনরিকে ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচের ২৬ মিনিটে পাওলো হেনরিক ব্রাজিলকে এগিয়ে দেন।
এর ঠিক ছয় মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ব্রাজিলের দাপটে মনে হচ্ছিল, আরেকটি সহজ জয় পেতে চলেছে সেলেসাওরা।
তবে বিরতির পর দৃশ্যপট পাল্টে যায় পুরোপুরি। ছন্দ হারানো ব্রাজিলকে চেপে ধরে জাপান। ম্যাচের ৫১ মিনিট পর্যন্ত লিড ধরে রাখলেও এরপরই আঘাত হানে ব্লু সামুরাইরা। জাপানের হয়ে প্রত্যাবর্তনের সূচনা করেন তাকুমি মিনামিনো, ম্যাচের ৫২ মিনিটে গোল করে ব্যবধান কমান তিনি।
এরপর ম্যাচের ৬২ মিনিটে কেইতো নাকামুরা সমতা ফিরিয়ে আনেন। দুই গোল হজম করার পর দিশেহারা ব্রাজিলিয়ানদের জালে ৭১ মিনিটে তৃতীয় ও জয়সূচক গোলটি জড়ান আয়াশি উয়েদা।
মাত্র ১৯ মিনিটের ঝড়ে ২-০ গোলে এগিয়ে থাকা ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে দেয় জাপান। বাকি সময়ে গোল শোধে মরিয়া হয়েও ব্যর্থ হয় ব্রাজিল।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন