নীল জগৎ থেকে যেভাবে ইসলামে ফিরলেন এই তারকা
জুলাই ৯, ২০২৫, ১০:০৫ পিএম
জাপানের সাবেক পর্ন তারকা রে লিল ব্ল্যাক, যার আসল নাম কাই আসাকুরা। তার জীবনের পথচলা যেন এক গভীর আত্ম-অন্বেষণের প্রতিচ্ছবি, যার জীবনে ছিল প্রচুর অর্থ, জনপ্রিয়তা, বাহ্যিক চাকচিক্য কিন্তু অন্তরে ছিল এক নিঃসীম শূন্যতা। সেই শূন্যতা কখনো ক্যামেরার ফ্ল্যাশে ভরেনি, কখনোই থামেনি করতালির শব্দে।
২০২৪ সালে এক সফরে তিনি মালয়েশিয়ায় গিয়েছিলেন, তখনই...